দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:০১ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল বাসস্টেশন এলাকায় প্রতিষ্ঠিত দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

জানা যায়, সকাল সাড়ে ১০টায় নাসির কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের গ্যাস লাইনের পাশ দিয়ে পানির লাইনের সংযোগ স্থাপন করতে যান। এ সময় নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের পক্ষ হতে গ্যাসের লাইনের পাশ দিয়ে পানির লাইন দেওয়া হলে গ্যাসের লাইন ছিদ্র হয়ে যেতে পারে এ আশঙ্কায় তাদের বাধা দেয়।

বাধাপ্রাপ্ত হয়ে নাসির কোয়ালিটি গ্লাসের শ্রমিকরা ফ্লোট গ্লাসের শ্রমিকদের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে দেলদুয়ার থানা পুলিশ, নাগরপুর ও মির্জাপুর সেনা ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরবর্তীতে আর সংঘর্ষে জড়াবে না মর্মে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।