আসল এনএসআইয়ের হাতে ভুয়া এনএসআই কর্মকর্তা ধরা

নাটোর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৪:২০ পিএম

নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদাম কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নাজমুল হোসেন নামে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দেওয়া একজনকে আটক করেছে এনএসআই।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তাকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আটক নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী চাল কেনার অভিযোগ করেন। পাশাপাশি দুদকের ভুয়া চিঠি দেখিয়ে তদন্ত করবেন বলে দাবি করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ভুয়া এনএসআই কর্মকর্তার সঙ্গে কথা বললে ৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে তারা নাটোরের এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

রোববার রাতে খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান। নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে এলে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।