নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১ নারী নিহত

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:০৯ পিএম
লাশ ঘর। ছবি : প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলা সায়েদাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই হানিফ মাস্টারের অনুসারীদের সঙ্গে এরশাদ এবং ফিরোজ মেম্বার অনুসারীদের বিরোধ চলছি। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে হানিফ মাস্টার অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায় যুবলীগের অনুসারী এরশাদ ও ফিরোজ মেম্বারের লোকজন। এলোপাথাড়ি গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে ২ পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোমেনা বেগমকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় মরদেহ। 

নিহত মোমেনা বেগম রায়পুরা উপজেলার সায়েদাবাদ এলাকার আক্তার হোসেনের স্ত্রী এবং হানিফ মাস্টারের সমর্থক ছিলেন।  

এদিকে অন্যান্য আহতরা নরসিংদীর জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

[117913]

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানায়, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।