ফেল করায় বাবার গামছা পেঁচিয়ে মেয়ের চিরবিদায়

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় সুমাইয়া (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থী এ বছর উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সুমাইয়া। মা-বাবার একমাত্র সন্তান ছিল সে।

সুমাইয়ার চাচা মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যান। তার মা নাসিমা বেগম বাড়ির পাশে নিজেদের দোকানে কাজ করছিল। কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখেন দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্য ঝুলে আছে। এরপর তার চিৎকারে সবাই ছুটে গিয়ে সুমাইয়াকে অচেতন অবস্থায় নেছারাবাদ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, ‘সুমাইয়া ছাড়া আমাদের কোনো সন্তান নেই। সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল। আমিসহ ওর বাবা ওকে অনেক বুঝিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্য আমার স্বামীর গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা চলছে।