বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০২:২৪ পিএম
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ নামে একটি মাছ ধরার ট্রলার ১২ জন জেলাসহ ডুবে যায়। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন। উদ্ধার করা জেলেদের তীরে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

[117516]

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “মাছ ধরার জন্য জাল ফেলার পর জেলেরা ট্রলারে ঘুমিয়ে পড়েন। এ সময় আকস্মিকভাবে ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। এরপর জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়েন এবং ভাসমান অবস্থায় পাশের একটি ট্রলার ৯ জনকে উদ্ধার করে। তবে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।”