অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:৫৮ এএম
এনামুল হক সাকিব

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ চার নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৬ জুলাই) রাতে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হক সাকিবকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে।

জানা যায়, গত ৯ মে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছিলেন মাহদী হাসান, রকি, অন্তর ও সাইফুল। এ ঘটনায় মাহদী হাসান বাদী হয়ে হবিগঞ্জ থানায় একটি মামলা করেন, যেখানে সাকিবকে প্রধান আসামি করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাব উদ্দিন শাহীন বলেন, “তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছি।”