সাইকেল ঠিক করে বাড়ি ফেরা হলো না জিসানের

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৬:১০ পিএম
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় জিসান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহিদ জামানের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান বেলা ১১টার দিকে বাড়ি থেকে সাইকেল মেরামতের জন্য স্থানীয় রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে বকশীগঞ্জ-রৌমারী সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় পৌঁছালে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুকুল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৩.১৭৯৪) পেছন থেকে চাপা দিলে ঘটনারস্থলে শিশু জিসান গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[116447]

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইস্তিয়াক আহমেদ জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।