অবশেষে সেই ‘কালা তুহিন’ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৫:৩২ পিএম

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিনসহ (৩৫) তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৭ মে) বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৬ মে) রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দক্ষিণ রাঙ্গেমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড বুলেট, একটি ওয়ান শুটার বন্দুক, দুটি কার্টুজসহ দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

কালা তুহিন বাদে গ্রেপ্তারা হলেন- হাবিব শেখ (৩২) ও  কে এম মিজানুর রহমান ওরফে সুজন (৪৫)। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জলমা ইউনিয়নের দক্ষিণ রাঙ্গেমারী এলাকার ফারুকের হাঁসের খামারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিসহ জব্দকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে।

বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বলেন, কালা তুহিন দীর্ঘদিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। তার নামে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে।