ট্রাকের পেছন মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:১৫ পিএম
নিহত বানুর বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে দাঁড়িয়ে থাকা ড্রাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৭ মে) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রেবাসের চালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।

আহতরা হলেন- গাড়াডোব গ্রামের আলতাফ হোসেন, উলফা খাতুন, ফজিলা খাতুন ও গোলাপি খাতুন।

নিহত শাহিন আলীর চাচাতো ভাই রাকিব আলী জানান, তার দাদী ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে একটি মাইক্রোবাসযোগে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে সরাসরি ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে আক্তার বানু মারা যান। এছাড়া মাইক্রোবাসের চালক জামাল ও শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, মাইক্রেবাস ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।