পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৬:২৮ পিএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১৩ জানতে পারে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধার ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মেহেরাজকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাব-১ উত্তরা থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।