নদীতে ডুবে দুই শিশুসহ প্রাণ গেল ৩ জনের

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৮:৫৬ পিএম

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হন।

এরা হলো—কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাত বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)। পরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেন।  

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় এক যুবক মাতামুহুরী নদী পার হচ্ছিলেন। এ সময় মাঝনদীতে পানিতে তলিয়ে যায় ওই যুবক। এক পর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হয়। স্থানীয় লোকজন জাল ফেলে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালান। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বুধবার সকালে ওই এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ স্বজনরা দাফনের ব্যবস্থা করেছেন। অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।